গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের বিবৃতি
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৬:৫৫:২৭ অপরাহ্ন
গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব মকসুদ হোসেন বুধবার এক বিবৃতিতে বলেন, ঢাকাসহ কয়েকটি জেলায় দিনের বেলায় বেশীরভাগ সময় গ্যাস থাকে না, নয়ত গ্যাসের চাপ খুবই কম থাকে। আবাসিক ও শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকটের কারণে লক্ষ লক্ষ আবাসিক গ্যাস গ্রাহক ও শিল্প কারখানায় উৎপাদন এবং চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমনিতে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির চাপ ও অর্থনৈতিক মহামন্দার ফলে সামগ্রীকভাবে দেশ এক কঠিন চ্যালেঞ্জের সম্মূখীন।
নেতৃবৃন্দ দ্রুত গ্যাস সংকট দূর করে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব স্থগিত এবং গ্যাস ও বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি