মাধবপুরে নারী চা শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৮:৩৫:৪০ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নারী চা শ্রমিক আদুরি বাক্তির (৫০) পুকুরে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের আশু মিয়ার পুকুরে গ্রামবাসী এক নারীর ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। আদুরি বাক্তি সুরমা চা বাগানের ৯ নং বস্তির লক্ষী প্রসাদের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১২ জানুয়ারি আদুরি বাক্তি কাজ করতে বেজুড়া গ্রামে যান। কাজ শেষে প্রতিদিনের মত বাড়ি ফিরলেও ওই দিন রাত অবধি আদুরি বাক্তি বাড়ি ফিরেনি। নিখোঁেজর ৫ দিন পর আদুরির মরদেহ বেজুড়া গ্রামের আশু মিয়ার পুকুরে ভেসে উঠে। মাধবপুর থানার এসআই মিজানুর রহমান জানান, লাশ পুকুরে পড়ে থাকায় ফুলে ফেপে গেছে। কিভাবে আদুরি মারা গেছে তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছেনা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারী প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।