মির্জা ফখরুল ও আমীর খসরুর অন্তর্বর্তীকালীন জামিন
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৮:৫৬:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। এই জামিনের পরও কারাগারেই থাকবেন ফখরুল। কারণ, আরও একটি মামলায় এখনো জামিন পাননি তিনি।মির্জা ফখরুলের বয়স ও হৃদরোগসহ বিভিন্ন রোগ বিবেচনায় এবং আমীর খসরুর বিভিন্ন রোগ বিবেচনায় জামিন চেয়ে তাদের আইনজীবী আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এই আদেশ দেন।
এর আগে ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা নয়টি মামলায় জামিন পান ফখরুল।মির্জা ফখরুলের আইনজীবী জয়নাল আবেদিন মেছবাহ জানান, এই জামিনের পরও কারাগারেই থাকবেন ফখরুল। কারণ, আরও একটি মামলায় এখনো জামিন পাননি তিনি। গত ২৯ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ও আমীর খসরুর আইনজীবীর দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। শুধু রাজনৈতিক হয়রানি করতেই তাদের মামলায় জড়ানো হয়েছে।রাষ্ট্রপক্ষ এই দাবির বিরোধিতা করে বলেছে, মির্জা ফখরুল ও আমীর খসরুর নির্দেশে বিএনপি নেতাকর্মীরা গত ২৮ অক্টোবর পুলিশের ওপর হামলা চালায়।
উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট দুই জামিনদারসহ ১০ হাজার টাকার মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।