সিলেটের অধিনায়ক মাশরাফি, শুরুতে খেলা নিয়ে শঙ্কা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৯:০১:৫৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু কাল ১৯ জানুয়ারি। তার আগে গতকাল ৩টি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। বাকি ৪ দল গতকাল জানিয়ে দিয়েছে অধিনায়কের নাম। যেখানে একমাত্র দল হিসেবে সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স।একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জানিয়েছে, তাদের দলকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সহকারী করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।তবে মাশরাফিকে বিপিএলে শুরুতে পাওয়া নিয়ে আছে শঙ্কা। চোট পাওয়া মাশরাফির বর্তমান অবস্থা ‘ফিফটি-ফিফটি’ বলে জানা গেছে।
সিলেট দলের একটি সূত্র জানিয়েছে, শেষের দিকে যেন তাকে কিছু ম্যাচ খেলাতে পারে, এজন্য শুরুতে ঝুঁকি নিয়ে মাশরাফিকে খেলানোর ভাবনা নেই তাদের।এমনকি আজ বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাকি ছয় দলের অধিনায়ক উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না মাশরাফি। ঢাকা সেনানিবাসে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের প্রতিনিধিত্ব করেন মিঠুন।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে না গেলেও কাল মিরপুরে সিলেটের অনুশীলনের শেষ ভাগে আসেন মাশরাফি। যদিও অনুশীলন করেননি এই পেসার।