শ্রীমঙ্গলে টানা ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা, সিলেটে ১৩ ডিগ্রি
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৯:০৫:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সারাদেশের মতো সিলেট অঞ্চলে তীব্র শীত বিরাজ করছে। সেই শীতে টানা দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেটে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
শ্রীমঙ্গলে আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যমতে, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক আনিছুর রহমান বলেন, ঘন কুয়াশা ও বাতাসের গতি বেশি থাকায় ঠান্ডা অনুভূত হচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও ৪-৫ দিন থাকবে। মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে।