হবিগঞ্জে ফুলকুঁড়ি আসরের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৫:২২:৩৩ অপরাহ্ন
‘দু:খে যাদের জীবন কাটে কষ্টে কাটে রাত, তাদের জন্য বাড়িয়ে দেব ভালোবাসার হাত’ এই স্লোগানকে সামনে নিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ শাখার উদ্যোগে শিশুদের মাঝে শীত বস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
শাখা সহকারী পরিচালক রাকিব হাসান নয়ন এর সঞ্চালনায় এবং শাখা পরিচালক আব্দুল গফুর এর ব্যবস্থাপনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ শাখার প্রাক্তন পরিচালক এবং কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও সিলেট মহানগরী শাখার পরিচালক আহমদ তালহা। এছাড়া আরোও উপস্থিত ছিলেন শাখার সংগঠক তনেক আহমেদ এবং দেলোয়ার হুসাইন। বিজ্ঞপ্তি