জামালগঞ্জে নতুনপাড়া রাস্তার সংষ্কার কাজ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৫:২৩:২৯ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শহরের প্রবেশদ্ধার নতুন পাড়ার ইট সলিং এর ভাঙ্গা রাস্তার সংষ্কার কাজ শুরু হয়েছে। জামালগঞ্জ উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ২৮ লাখ টাকা ব্যয়ে কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার নব-নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
তেলিয়া পয়েন্ট সংলগ্ন ছোবহান মার্কেটের সামনে থেকে ৩৭০ মিটার কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মা’ এন্টারপ্রাইজ আর সি সি ঢালাই করে ১ মাসের মধ্যই কাজ সমাপ্ত করার কথা রয়েছে। সংষ্কার কাজ উদ্বোধনের সময় স্থানীয় এমপির সাথে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ ও ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী আনিসুর রহমান ও মো: আফজালুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম তালুকদারসহ দলীয় নেতৃবৃন্দ।