রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৫:২৬:২৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল বলেছেন, তীব্র শীত উপেক্ষা করে অসহায় শ্রমজীবি মানুষ রিজিকের সন্ধানে সারাদিন পরিশ্রম করে যাচ্ছে। যেখানে কেউ শীতের জন্য ঘর থেকে বের হতে পারছেনা, সেখানে তাদেরকে পরিবার পরিজনদের মুখে অন্ন তুলে দিতে প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে। বিবেকের আহ্বানে সাড়া দিয়ে সামর্থ অনুযায়ী শীতার্ত শ্রমজীবি মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব।
তিনি বুধবার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন কোতোয়ালি থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অসহায় শীতার্ত শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর ১৯নং ওয়ার্ড সভাপতি মো: কবির আহমেদের সভাপতিত্বে, কোতোয়ালি থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী মোঃ রোকন আহমেদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, মহানগর অর্থ সম্পাদক ও কোতোয়ালি থানা পূর্ব শাখার সভাপতি মো: নজরুল ইসলাম মারুফ। উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা পূর্ব শাখার সহ-সভাপতি ইকবাল হোসেন, মহানগর সিএনজি ফোরামের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, শ্রমিক নেতা মেরাজ মিয়া, জয়নাল আবেদিন, লাল মিয়া, আমিনুল হক মানিক ও আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি