গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৬:৫৭:৫৩ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, তীব্র শৈত্য প্রবাহে মানুষ কষ্ট পাচ্ছে। সামর্থবান সবাইকে অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। দেশের নিম্ন আয়ের মানুষসহ সারা দেশে প্রচ- শৈত্যপ্রবাহে মানুষ দিশেহারা। এমতাবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
তিনি বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান নন্দিরগাওঁ দারুসসালাম মাদরাসার হিফয বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে তিনি কম্বল বিতরণকালে উপরোক্ত কথা বলেন।শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নন্দিরগাওঁ দারুসসালাম মাদরাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, নওয়াগাওঁ ক্বওমি মাদরাসার হিফয বিভাগের প্রধান মাওলানা হাফিজ মাহমুদুল হাসান, বিশিষ্ট মুরব্বি হাজির আলীময়বুর রহমান ও কছির মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি