তাহিরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৭:০১:১১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : কোনো ধান্দাবাজের হাতে দায়িত্ব না দিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উন্নয়ন করবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার।বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। এ সময় খেলায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন তিনি।
জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারীগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।