ইরানে পাকিস্তানের পাল্টা বিমান হামলা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৭:৫২:১০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে এবার পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৭ নারী ও শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ লক্ষ্য করে এ হামলা চালায় পাকিস্তান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার হামলা চালিয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে ইসরায়েল-সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটিতে ইরান আক্রমণ করার দুই দিন পরে পাকিস্তান এই হামলা চালাল। ইরানি মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে। নিহতরা সবাই অ-ইরানি নাগরিক।
পাকিস্তানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানের সময় বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া এই অভিযানকে ‘সন্ত্রাসী আস্তানাগুলোর বিরুদ্ধে অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে সামরিক হামলা’ হিসাবেও বর্ণনা করেছে মন্ত্রণালয়।এদিকে ইরানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদল এর হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্নেল হোসেইন আলি জাভদানফারসহ তিনজন নিহত হয়েছেন। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। আইআরজিসি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী সারভান প্রদেশে সাংস্কৃতিক কার্যক্রম বিষয়ক এক মিশনে ছিলেন জাভদানফার। সেখানেই তাকে দুই দেহরক্ষীসহ খুন করা হয়।
একদিন আগেই এই গোষ্ঠীকে লক্ষ্য করে পাকিস্তানি ভূখণ্ডে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল ইরান। জইশ আল আদল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র তাদের সদস্যের বাড়িতে আঘাত এনেছে। এতে দুইজন শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন নারী ও এক কিশোরী।
ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে প্রতিষ্ঠিত এই জঙ্গিগোষ্ঠী পাকিস্তান থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। এর আগেও সীমান্তবর্তী অঞ্চলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইরান।