আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৮:০৭:৩৫ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বেলা ২টায় সমিতির ২ নম্বর হলে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মোহাম্মদ সলমান উদ্দিন এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মোহাম্মদ সাইফুর রহমান এডভোকেট এর যৌথ সঞ্চালনায় সভায় ২০২৩ সনের ১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অর্থ-বছরের অডিটর কয়ছর আহমদ এডভোকেট, দেবতোষ দেব এডভোকেট ও মোহাম্মদ ফরহাদ হোসেন খান এডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক অডিট রিপোর্ট অডিট কমিটির আহবায়ক কয়ছর আহমদ এডভোকেট সভায় উপস্থাপন করেন। সভা কর্তৃক উক্ত অডিট রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয়।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ২০২৩ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতা এবং কর্মতৎপরতার ভিত্তিতে ২০২৩ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়। প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কার্যনির্বাহী কমিটির বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট। বিজ্ঞপ্তি