নিজ বাড়ির সামনে সড়কে প্রাণ গেলো যুবকের
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৮:৪৩:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে নিজ বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার উপজেলার দিঘলবাক এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মাহমুদ হোসেন (৩০)। তিনি উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাক এলাকার মৃত মাওলানা মঈন উদ্দিনের ছেলে। আহত যুবকের নাম আব্দুর রহমান। তিনি ওই এলাকার সফর উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য এরশাদ আহমদ জানান, সকালে মোটরসাইকেলযোগে মাহমুদ হোসেন বালিঙ্গা নয়াবাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন- ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।