পাকিস্তান ইরান উত্তেজনায় বিভিন্ন দেশের অবস্থান
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৯:১১:৪৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের একটি ঘাঁটিতে মঙ্গলবার হামলা চালিয়েছে ইরান। এতে নিহত হয় অন্তত চারজন। প্রতিবাদে বৃহস্পতিবার ইরানের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। এ নিয়ে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইরান-পাকিস্তানের মধ্যকার এ দ্বন্দ্বে বেশ সতর্ক অবস্থান নিয়েছে ভারত। তারা বলছে, এটি দুই প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, এটি ইরান ও পাকিস্তানের মধ্যকার বিষয়। তবে ভারত সন্ত্রাসবাদের প্রতি সবসময়ই আপসহীন।
এ ইস্যুতে ইরানের বিপক্ষে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান, ইরাক ও সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছে, তেহরান তার তিন প্রতিবেশী দেশের সার্বভৌম সীমানা লঙ্ঘন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ইরান ও পাকিস্তান উভয়েরই এমন পদক্ষেপ এড়ানো উচিত যা উত্তেজনা বৃদ্ধি করে সংঘাতে রূপ নিতে পারে। ইরান ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, উভয় দেশই ওই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না। জর্ডানে এক সংবাদ সম্মেলনে ফিদান আরও বলেন, দুদেশেরই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা উচিত।
এদিকে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান ও ইরানে সংঘাতকে উদ্বেগজনক আখ্যা দিয়ে উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বলখি বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অস্থিতিশীলতার পর এ অঞ্চলের নতুন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয়পক্ষের উচিত কূটনৈতিক চ্যানেল ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়া। প্রসঙ্গত, ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ইরানে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হলো।