ডিবির জালে ২ চোরাকারবারি, ২৬৮ বস্তা ভারতীয় চিনি জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ৭:২৪:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ২৬৮ বস্তা ভারতীয় চিনি ও একটি কার্গো ট্রাকসহ ২ চোরকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার থেকে অভিযান চালিয়ে চোরকারবারিদের আটক ও পণ্য জব্দ করে মহনগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের ছত্রজিতপুরের মো. মদুল ইসলামের ছেলে কাজল আলী (৩০) ও মো. আমির মিয়ার মিয়ার ছেলে মো. বাবু সাদ্দাম (৩০)। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতের নির্দেশে আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আটককালে আসামীদের থেকে ২৬৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়; যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৮হাজার টাকা এবং ভারতীয় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করা হয়েছে; যার রেজি:নং-ঢাকা-মেট্রো ট-২২-৩৯৪৬, ট্রাকটির মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।