মদীনা থেকে সিলেটের ২ শিক্ষার্থীর ইজাজা সনদ অর্জন
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ৭:২৯:৪৫ অপরাহ্ন
সৌদী আরবের পবিত্র মদীনা মুনাওয়ারার মসজিদে নববী থেকে ইজাজা সনদ অর্জন করেছেন সিলেটের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘মুয়াজ বিন জাবাল কুরানিক ইনস্টিটিউ’এর ২ শিক্ষার্থী। বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে মদীনা মুনাওয়ারার ‘ওয়াকফ তাজিম আল ওয়াহিয়াইন ফাউন্ডেশন’এর অধীনে ড. মুহাম্মাদ আশ-শিহরী এর কাছ থেকে মুত্তাসিল সনদে ইজাযাহ গ্রহণ করেন সিলেটের কৃতি শিক্ষার্থী সাফওয়ান শরিফ খান ও মাহদি খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে নববীর সাবেক ইমাম ও মসজিদে ক্বুবার ইমাম মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উস্তায ড. ইমাদ যুহাইর হাফিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদীনা ইউনিভার্সিটির কুরআনে ফ্যাকাল্টির প্রফেসর ড. আব্দুল্লাহ মুহাম্মাদ গিলান ও ড. আব্দুল্লাহ বাদি মুহাম্মাদ গিলান। এছাড়াও অনুষ্ঠানে ‘মুয়াজ বিন জাবাল কুরানিক ইনস্টিটিউ’এর সাবেক মেধাবী ছাত্র ও মদীনা বিশ^বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শায়খ এমদাদুল্লাহ আনসারী উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআনের ট্রান্সমিশন চেইন (ইজাজা এবং সনদ) মদিনা থেকে সিলেটে স্থানান্তর করার ব্যাপারে বাংলাদেশে ট্রান্সমিশনের চেইন স্থানীয়করণের জন্য বিশেষজ্ঞের কাছ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। ফলে দেশেও আরবি মাকামে এবং হিজাজি স্বাদে পবিত্র কোরআন তেলাওয়াত করার দক্ষতা অর্জন সম্ভব হয়েছে। এছাড়া ‘মুয়াজ বিন জাবাল কুরানিক ইনস্টিটিউ’এর শিক্ষার্থীরা পবিত্র কুরআনের পারফরম্যান্স এবং তেলাওয়াতে দক্ষতা অর্জনের জন্য মসজিদে নববীতে তেলাওয়াত বিজ্ঞানের বিশেষজ্ঞদের কাছ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
ওয়াকফ তাজিম আল ওয়াহিয়াইন ফাউন্ডেশন বিশেষজ্ঞদের তত্ত¡াবধানে তাদের আবৃত্তির মানের প্রমাণ হিসাবে ইজাজা সনদ অর্জনকারী ‘মুয়াজ বিন জাবাল কুরানিক ইনস্টিটিউ’এর ২ কৃতি শিক্ষার্থীর কুরআন তেলাওয়াতের একটি অডিও রেকর্ডিং তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি