কুলাউড়ায় আলোর পাঠশালার শিক্ষার্থীদের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ৮:৩০:০২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। নি:স্ব সহায়ক সংস্থার (এনএসএস) উদ্যোগে ও কুলাউড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সিলেটের ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে কুলাউড়া রেলস্টেশনে পথশিশুদের ‘আলোর পাঠশালার’ শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য অনিক সরকারের পরিচালনায় কম্বল বিতরণীতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
তিনি চলমান শৈত্যপ্রবাহের সময়ে পথশিশু শিক্ষার্থীদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ানোর জন্য নি:স্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক সাবেক রেজিস্টার জামিল আহমদ চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে সংস্থার সকল মহতী উদ্যোগের প্রশংসা করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।
সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরী জানান, নি:স্ব সহায়ক সংস্থা দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা করে আসছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি আই ক্যাম্প, স্যানিটারি ল্যাট্রিন স্থাপন, মিড ডে মিল বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ বিতরণসহ সমাজ সেবামূলক কাজকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে দরিদ্র জনগণের সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় ৫০ জন পথশিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন সংস্থার কানাডা প্রবাসী জাফর আহমদ চৌধুরী, স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য শিবলী সাদিক সজীব, সারোয়ার হোসেন ফাহাদ, নায়েম আলম, ফাহিম আহমদ চৌধুরী, আলোর পাঠশালার শিক্ষক রুবেল হোসেন, সোহেল আহমদ, হাবিবুর রহমান হোসাইন, সাকিবুর রহমান ও আবু বক্কর প্রমুখ।