সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ৮:৩৫:৩৪ অপরাহ্ন
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মিয়া, বেলাল হোসেন, জাহেদ আহমদ, মিন্টু যাদব,সুমন মিয়া, মোহসিন আহমদ, মালেক মিয়া,বিল্লাল হোসেন,আব্দুর রশিদ প্রমূখ।
বক্তারা শ্রমিকদের জন্য আইন করে জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা, গণতান্ত্রিক শ্রম আইন প্রনয়ন কর, বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান। বিজ্ঞপ্তি