গাজায় মৃত্যু বেড়ে ২৪,৭৬২
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ৯:২০:৫৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৭৬২ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরো ৬২ হাজার ১০৮ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১৪২ জন নিহত এবং ২৭৮ জন আহত হয়েছে।
অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না।
৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে বলে তেল আবিব জানিয়েছে।
এদিকে জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।