বিএনপি নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৫:০০:১০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সাবেক বিএনপি নেতা আমিনুর রহমানের বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল উপজেলার হাসন ফাতেমাপুর গ্রামে এই তল্লাশী চালায়। আমিনুর রহমান ঐ গ্রামের মোঃ সোনাহর আলীর পুত্র। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অপরাধে মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার হাসন ফাতেমাপুর গ্রামের মোঃ সোনাহর আলীর পুত্র মোঃ আমিনুর রহমান দীর্ঘদিন থেকে প্রবাসে রয়েছেন। তিনি দেশে থাকতে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রবাসে গিয়েও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সব সময় সরকারবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত থেকে সেই মামলাটির তদন্তভার সিলেট জেলা পিবিআইকে প্রদান করা হয়েছে। তদন্তের অংশ হিসেবেই বুধবার রাতে পুলিশ বিএনপি নেতা আমিনুরের বাড়ীতে তল্লাশী চালিয়েছে বলে জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে।
মোঃ আমিনুর রহমানের বাবা মোঃ সোনাহর আলী বলেন, গতকাল রাতে কয়েকজন পুলিশ বাড়ীতে এসেছিল। তারা আমার ছেলের খোঁজ জানতে চেয়েছে। আমি বলেছি সে গত কয়েক বছর ধরে যুক্তরাজ্যে রয়েছে। বিদেশে থেকে সরকারের বিরুদ্ধে লেখালেখি করায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত করতে তারা এসেছিল বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।