৪১নং ওয়ার্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৪, ৭:০৩:৩২ অপরাহ্ন
এম এ মোক্তাদির ওয়েল ফেয়ার ট্রাস্টের আর্থিক সহায়তায় ও শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা শাখার আয়োজনে ৪১নং ওয়ার্ডে শুক্রবার রাতে অসহায় শীতার্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর ৪১ নং ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীর, শাহজাহান মিয়া (সচিব এম এ মোক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্ট), শ্রমিক নেতা মকসুদ আহমদ, বিলাল মিয়া, আবুল কালাম আজাদ, সালেক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি