জৈন্তায় আল-হেরা মাদ্রাসায় বই বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৪, ৭:৪৯:০৩ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নে আল হেরা ইসলামীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক দোয়া মিলাদ মাহফিল ও নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল আমিনের সভাপতিত্বে ও মাদ্রাসার অন্যতম পৃষ্ঠপোষক ইমাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরব্বী আব্দুস শুক্কুর, ইউপি সদস্য জালাল উদ্দীন, লোকমান হোসেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী আজিজুল হক, কামাল আহমদ, মাসুক আহমেদ, সমাজসেবী নজরুল ইসলাম, শাহ আলম, আব্দুল হালিম, আলী আশরাফ, আলা উদ্দিন আবু, বাবুল মিয়া, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান, মাদ্রাসা শিক্ষিকা সুমনা আক্তার, সুমি আক্তার ও আয়েশা বেগম। বিজ্ঞপ্তি