দক্ষিণ সুরমায় শ্রমিক কল্যাণের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৪, ৮:২১:২৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, আর্তমানবতার কল্যাণ সাধনই হচ্ছে ইসলামের মূলনীতি। জাতির যে কোনো দুর্যোগকালীন মুহূর্ত ও ক্রান্তিকালে সামর্থবান সকলকে অসহায়দের পাশে থাকা করুণা নয় নৈতিক দায়িত্ব। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না থাকায় আজ মানুষে মানুষে ব্যবধান ক্রমেই বাড়ছে। তাই আর্তমানবতার মুক্তির জন্য মানুষের মধ্যে ব্যবধান কমাতে হবে। সুখে, দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে।
শনিবার বাদ মাগরিব সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম খান উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা উপজেলা সভাপতি কামারুজ্জামান খান ফয়ছল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসাইনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার প্রধান উপদেষ্টা এবং ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশ্বনাথ পৌরসভা সভাপতি শাহিন আহমদ রাজু, বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুল ও কলেজ এর প্রিন্সিপাল দুলাল আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হক।উপস্থিত ছিলেন আব্দুল মতিন, আফজাল আহমদ মুসা, মিলাদ আহমদ, নাজিম উদ্দিন, মৌরশ আলী ও মাস্টার আব্দুল মতিন প্রমূখগ। বিজ্ঞপ্তি