মডেল নার্সিং ইন্সটিটিউটের ক্যাপিং সিরিমনি
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ৫:২২:০৫ অপরাহ্ন
সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্যাপিং শিরোমনি ও শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সকালে ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রমা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক মো: দিলশাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন, ইন্সট্রাক্টর নিশাত সারা, সুজন বিশ্বাস, শিমলা, আফরিন আক্তার, সায়েরা খাতুন ও ফারজানা আক্তার রিমি প্রমূখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, নার্সিং হচ্ছে সেবামূলক পেশা। এর মাধ্যমে আর্তমানবতার কল্যাণে কাজ করা সম্ভব। তাই এই মহান পেশায় নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি