কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ৬:৩০:৫৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর মাঝপাড়া গ্রামের আব্দুল কাহার (৩৫) নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের মো. নুর মিয়া’র ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্ত শেষে বিস্তারিত জানা যাবে।