কাজিরবাজার পত্রিকার সাবেক সম্পাদক এখলাছ-উর-রহমানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ৬:৪৯:৩৭ অপরাহ্ন
দৈনিক কাজিরবাজার পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খাজখালু গ্রাম নিবাসী মোঃ এখলাছ-উর-রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ জানুয়ারী) দুপুরে ঢাকায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ রোববার সিলেটে নিয়ে আসা হয় এবং বেলা ২টায় তার নিজ গ্রাম খাজখালু গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।
আফছর উদ্দিনের শোক: দৈনিক কাজির বাজার পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক মোঃ এখলাছ-উর-রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক কাজির বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফছর উদ্দিন। এক শোক বার্তায় তিনি বলেন, সিলেটের পাঠকপ্রিয় স্থানীয় দৈনিক ‘দৈনিক কাজির বাজার পত্রিকা’র প্রকাশনা আজকের পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর অবদান কখনও ভোলার নয়। আফছর উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি