কোম্পানীগঞ্জে ইমরান এমপির সাথে আওয়ামীলীগের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ৮:০০:১৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগই শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ কারণেই বাংলাদেশের জনগণ আওয়ামীলীগকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করছে। দলকে সু-সংগঠিত করে রাখতে হবে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভিতর যাতে কোন্দল সৃষ্টি না হয় সে দিকে লক্ষ্য রেখে এক সাথে সকল উন্নয়ন করা সম্ভব না হলেও ধারাবাহিকভাবে সকল সমস্যার সমাধান ও উন্নয়ন হবে। এ জন্য সময়ের অপেক্ষা করতে হবে।
রোববার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নাগরিকবৃন্দের সাথে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি উপরোক্ত কথাগুলো বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আইন বিষয়ক সম্পাদক এড আজমল আলী, দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জাহাঙ্গীর আলম ও অখিল চন্দ্র বিশ্বাস, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ফয়জুর রহমানসহ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।