খাদিমুল কুরআন পরিষদের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪, ৮:০০:৫৯ অপরাহ্ন
প্রতি বছরের ন্যায় এবারও খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী ২৯তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি-২০২৪ সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে গত ২১ জানুয়রি রোববার ইমাম সমিতি সিলেট মহানগর শাখার মধুবন মার্কেটস্থ কার্যালয়ে তাফসির মাহফিল প্রচার উপ-কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে সিলেটের সকল প্রিন্টলাইন, অনলাইন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার সহ মাঠ পর্যায়ে সকল ধরনের প্রচার কাজ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জামেয়া দরগাহ’র মুহতামিম ও খাদিমূল কুরআন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা মাশুক উদ্দিন (বড়বাড়ী)’র সভাপতিত্বে বুধবার থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন মাওলানা হাসান আসজাদ মাদানী- ভারত, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জের শায়খুল হাদীস মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী- হবিগঞ্জ, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান- বানিয়াচং, হবিগঞ্জ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী- ঢাকা, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা সহ দেশবরেন্য উলামায়ে কেরামগণ। বিজ্ঞপ্তি