মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা দেশের শত্রু : ড. সাদিক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৪, ৬:৩৯:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: দেশের স্বাধীনতার বিরোধীতা যারা করেছিল তারাই দেশের শত্রু। বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনেছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি বলেই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিল তারা কখনো আমাদের আপন হতে পারে না। দেশ বিরোধী শত্রুদের সাথে কখনো আপোষ করা যাবে না। এরা সুযোগ পেলেই দেশের ক্ষতি করতে চাইবে। মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি আমরা। কিন্তু বিরোধী শক্তি এখনো আমাদের দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। দেশে এখনও এসব শত্রুদের বিচার চলছে। তাই এদের বিরুদ্ধে আমাদের সবসময় সজাগ থাকতে হবে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।মুক্তিযোদ্ধারা দেশের প্রকৃত অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, ৭ জানুয়ারি জনগণের যে ভালবাসা আমি পেয়েছি- সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনারা সবাই আমার পাশে থাকবেন। কাজ না করতে পারলে সবার কাছে মাফ চাইবো। কোন খারাপ কাজ যেনো না হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন।
মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।