১৭ পরগনা নেতৃবৃন্দের জৈন্তা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৪, ৫:১৮:০৮ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভাংচুর করাসহ সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুর ২টায় ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী’র নেতৃত্বে হাসপাতালের ভাংচুর করা এলাকা পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, মুরব্বী আব্দুস শুকুর, হায়দর আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, নিজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী সম্রাট প্রমুখ।
হাসপাতাল পরিদর্শনকালে নেতৃবৃন্দ আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মমি দাসসহ অন্যান্য চিকিৎসক, নার্সদের সাথে ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও চিকিৎসা সেবা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করার আহবান জানান।
প্রতিনিধি টিমের নেতৃবৃন্দ সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম (পিপিএম)’র সাথে পৃথক ভাবে ঘটনার বিষয় নিয়ে বৈঠক করেন।