সদর ইলেকট্রিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৬:০০:২৮ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন সিলেট সদর ইলেকট্রিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার রাতে নগরীর ইসলামপুর মেজরটিলা এলাকায় অসহায় শীতার্ত শ্রমজীবিদের এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিলেট সদর ইলেকট্রিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেহ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর অর্থ সম্পাদক আব্দুল জলিল, শাহপরান পূর্ব থানার সাধারণ সম্পাদক আকবর আলী, ট্রেড ইউনিয়ন থানা-২ এর অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে ও উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ, ব্যবসায়ি সরদার টি হাউজের সত্বাধিকারী সেকুল ইসলাম সরদার, শ্রমিক নেতা শাহ আলম, মোঃ জমশেদ আলী, মোঃ ফখরুল ইসলাম, মাওলানা হোসাইন, সাব্বির আহমদ, রেহান আহমদ, আব্বাস মিয়া, আনোয়ার হোসেন, মিন্টু মিয়া, সাগর রহমান ও আজহার আহমদ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সমাজের বসবাসরত বিত্তবানদের সম্পদে অসহায় হত-দরিদ্র মানুষের অধিকার রয়েছে। অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। নৈতিক দায়িত্ব বিবেচনায় অসহায় দরিদ্র মানুষের শীত নিবারনের জন্য সাধ্যমত সহযোগিতা প্রদান করতে হবে। সকলে সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের শীত নিবারণ সহজতর হবে। বিজ্ঞপ্তি