জামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলার বার্ষিক মহাসম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৭:২৫:২৫ অপরাহ্ন
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলা সিলেট-এর উদ্যোগে বুধবার জামিয়া প্রাঙ্গণে সকাল ১০টা হতে মধ্যরাত পর্যন্ত দস্তারবন্দী ও বার্ষিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দস্তারবন্দী ও বার্ষিক মহাসম্মেলনে সভাপতিত্ব করেন কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল কোররা মাওলানা মোজাম্মিল হুসাইন চৌধুরী, জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ-এর মুহতামিম মাওলানা হাফিজ শায়খ মুহসিন আহমদ, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেট-এর সদরুল মুদাররিসিন মাওলানা শায়খ আবদুস সোবহান, রামধা মাদরানা বিয়ানীবাজার-এর শায়খুল হাদীস মাওলানা শায়খ আউলিয়া হুসাইন।
প্রধান অতিথির বয়ান পেশ করেন সায়্যিদ হাসান বিন আসজাদ মাদানী দেওবন্দ, ভারত। তেলাওয়াত পেশ করেন সাত ক্বেরাতের ক্বারী মাওলানা হাফিজ দেলোয়ার হুসাইন বসুন্ধরা ঢাকা।
অন্যান্যের মধ্যে বয়ান পেশ করেন মুফতী মাওলানা মাহফুজ ক্বাসেমী চট্টগ্রাম, জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেট-এর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, সৈয়দপুর মাদারাসা জগন্নাথপুর-এর শায়খুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট-এর উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান, জামেয়া আরবিয়া ঝিগলী ছাতক-এর প্রিন্সিপাল মাওলানা হাফিজ সাঈদুর রহমান, মাওলানা হাফিজ মাহফুজ হোসাইন চৌধুরী, মাওলানা ক্বারী মনিরুজ্জামান প্রমূখ। বিজ্ঞপ্তি