স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ৮:১১:৩৬ অপরাহ্ন
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সুবিধাবঞ্চিত শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিলেট এম সি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সংগঠনের পৃষ্ঠপোষক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, দৈনিক গণজাগরণের সিলেটের ব্যুরো চীফ সৈয়দ মুহিবুর রহমান মিছলু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মাছুম আহমদ মিলাদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠেনর সাবেক দায়িত্বশীল প্রবাসীবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ তামিম, সিনিয়র সদস্য একরাম হোসেন তালুকদার, প্রচার সম্পাদক মামুন মিয়া, সদস্য গুলজার আহমদ সহ অন্যানরা। বিজ্ঞপ্তি