নৈতিকতাসম্পন্ন দক্ষ শ্রমিক সমাজই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার : এডভোকেট জুবায়ের
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪, ৬:৫৪:২৬ অপরাহ্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আদর্শবান সুনাগরিক ছাড়া জীবনে সফলতা লাভ করা সম্ভব নয়। নৈতিকতাসম্পন্ন সুনাগরিক দুনিয়ার সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত করে। তাই শ্রমজীবি ভাইদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকত সম্পন্ন দক্ষ শ্রমিক সমাজের হাত ধরেই সুখী সৃমদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। কারণ শ্রমিক সমাজ হচ্ছে যে কোন রাষ্ট্রের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের চাবিকাঠি। নৈতিকতাসম্পন্ন দক্ষ শ্রমিক সমাজই হবে বাংলাদেশের আগামীর কর্ণধার। আগামীর পৃথিবী হচ্ছে সততা ও ইনসাফের পৃথিবী। তাই শ্রমজীবি ভাইদের নিজেদেরকে মুমিন হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত ইউনিট দায়িত্বশীল (সভাপতি-সেক্রেটারী) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ, ফেডারেশনের মহানগর উপদেষ্টা ও সাবেক মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী। সম্মেলনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা আলী হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, আমরা ইসলামী আন্দোলনের কর্মী। মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। তাই দেশের রাজনীতিকে কখন কি পরিস্থিতি হবে সেটা নিয়ে চিন্তার কিছু নেই। যে কোন পরিস্থিতিতে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ চালিয়ে যেতে হবে। প্রথমে নিজেদেরকে খাটি মুমিনে পরিনত করতে হবে। এরপর সমাজের সকল স্তরের নেতৃত্ব সৃষ্টি করতে হবে। খোদাভীরু সাহসী শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল স্তরের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কাজ চালিয়ে যেতে হবে।
ইউনিট দায়িত্বশীল সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মোঃ নজরুল ইসলাম মারুফ, মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, হাসপাতাল থানা পূর্ব সভাপতি মোঃ আল মেমিন, পশ্চিম থানা সভাপতি আব্দুুস সাত্তার, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সভাপতি এটিএম খসরুজ্জামান, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ রুস্তম আলম কুদ্দুস, ট্রেড ইউনিয়ন থানা-১ এর সাধারণ সম্পাদক মহিবুর রহমান শামীম, মহানগর দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, হাসপাতাল থানা পশ্চিমের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজন, মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হোসেন আহমদ, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, মহানগর সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শাহপরান রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইদ্রিস আলী, সিলেট সদর ইলেক্ট্রনিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম ও শাহ আলম প্রমুখ।
সম্মেলনে ফেডারেশনের সিলেট মহানগর আওতাধিন ট্রেড ইউনিয়ন থানা-২, ট্রেড ইউনিয়ন থানা-১, পরিবহন ফেডারেশন থানা, হাসপাতাল থানার পূর্ব ও পশ্চিম শাখাসহ মোট ৬২ টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





