শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে : আবু সাঈদ কামরুজ্জামান
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৪, ৫:২১:৪৪ অপরাহ্ন
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি বলেছেন, শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও সুরক্ষার জন্য এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতার বিকল্প নেই।
তিনি রোববার সিলেটের রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন এএসপি সম্রাট তালুকদার, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদ।
শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের ‘প্যারেন্টাল কন্ট্রোল’ চর্চার পরামর্শ দিয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক বলেন, একান্ত ব্যক্তিগত তথ্যাবলী অপরিচিতদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। যাকে চিনি না তার বন্ধু হওয়ার প্রস্তাব গ্রহণ করা যাবে না। কাউকে অপমানজনক বা ক্ষতিকর কোন মন্তব্য করা থেবে বিরত থাকতে হবে। তবেই দেশে সুস্থ সাইবার সংস্কৃতি গড়ে উঠবে।
নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ভার্চ্যুয়ালি কোন কিছুই প্রমাণ ছাড়া করা যায় না। সে কারণে মিথ্যা সংবাদ, গুজব, সমাজ ও রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা সংক্রান্ত পোস্ট শেয়ার করার আগে এর সঠিকতা যাচাই করব। নিজে নিরাপদ থাকব, বন্ধুবান্ধব, পরিবার ও সমাজকে নিরাপদ রাখব। সেমিনারে জেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি