৭নং ওয়ার্ডে আনজুমানের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৪, ৬:৪৪:৪৯ অপরাহ্ন
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, সিলেটে দিন দিন শীতের মাত্রা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে হতদরিদ্র পরিবারগুলো ঠিকমতো দুবেলা খাবার সংগ্রহ করতে পারছেনা। তারা শীত নিবারণ করবে কীভাবে। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের সাহায্যে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারণ হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।
তিনি শনিবার বিকেলে নগরীর ৭নং ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় আনজমুানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সমাজসেবী আনোয়ার হোসেন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আসাদুর রহমান, মাওলানা মখলিছুর রহমান ও ফরিদ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি