নূপুর সংগীতালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৪, ৬:৪৯:২৫ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা বিনোদনের পাশাপশি সামজিক অবক্ষয় রোধ করে। সিলেট সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ। সাংস্কৃতি কর্মীদের সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং সমাজের বিত্তশালীদের সাংস্কৃতিক কর্মকান্ডের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুম ওস্তাদ হোসেইন আলীর হাতে গড়া প্রতিষ্ঠান সিলেট নূপুর সংগীতালয়ের ৫২ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট নূপুর সংগীতালয়ের পরিচালক কন্ঠশিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষিকা রুনা সুলতানা এবং কন্ঠশিল্পী অপু দাস এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি ও সংগীতালয়ের উপদেষ্টা সৈয়ীদ আহমদ বহলুল, সিলেট নূপুর সংগীতালয়ের উপদেষ্টা আমিরুল হোসেন চৌধুরী আমনু, সংগীতালয়ের উপদেষ্টা এডভোকেট মামুন রশীদ এপিপি, সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপদেষ্টা আব্দুল হালিম চারু, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়ক আনোয়ার উদ্দিন আহমদ রুনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট আব্দুল মালিক সিহান প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেতার কন্ঠশিল্পী মাসুম জামান, সংগীতালয়ের সাংগঠনিক সম্পাদক কন্ঠশিল্পী মাসুম সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রবীন বেতার কন্ঠশিল্পী কামরুন্নেছা সায়মা, সাংস্কৃতিক সম্পাদক বেতার শিল্পী ধীরজিৎ সিংহ, কন্ঠশিল্পী লাকী চক্রবর্তী, গীতিকবি কাসেম সরকার, উজ্জল হক, বাউল শাহারুল রেজা, শিল্পী এমদাদুল হক উজ্জল, কন্ঠশিল্পী তৃষা মল্লিক, বাউল শিল্পী দুখিনী জুলেখা, উদাসী পিংকী, চাঁদনী সুমি, মারিয়া চৌধুরী, বাউল ফারজানা আক্তার, মাসুক মিয়া, রঞ্জু কর, শ্রমিকলীগ নেতা গুলজার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি