বাংলায় একাডেমির পুরস্কার ফেরত দিলেন জাকির তালুকদার
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৪, ৭:৩৬:১৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: অগণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনাসহ বাংলা একাডেমির বিরুদ্ধে নানা অভিযোগ এনে একাডেমির পুরস্কার ফেরত দিয়েছেন কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদার। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর এক আবেদন পত্রে পুরস্কারের ক্রেস্ট, সনদ এবং ১ লাখ টাকার চেক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেরত দেন।
২০১৪ সালে কথা সাহিত্য ক্যাটাগরিতে ডা. জাকির তালুকদারকে তার কাব্যগ্রন্থ ‘মুসলমানমঙ্গলের’ জন্য বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির দীর্ঘ ১০ বছর পর বাংলা একাডেমির বিরুদ্ধে নানা অভিযোগ এনে তিনি সেটি ফেরত দিলেন।
ডা. জাকির তালুকদার জানান, বাংলা একাডেমি অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এ বিষয়ে একাডেমির সব মহাপরিচালককে লিখিত, মৌখিকভাবে অবহিত করার পরও কোনো পরিবর্তন হয়নি। তাছাড়া বাংলা একাডেমির পুরস্কার যাদের দেওয়া হচ্ছে তাদের নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে একাডেমির সব স্বেচ্ছাচারিতার প্রতিবাদ স্বরূপ পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ডা. জাকির তালুকদার শিক্ষা জীবন থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। এ পর্যন্ত তার ২৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া ২০১২ সালে কথা সাহিত্যিক হিসাবে জেমকন পুরস্কার পান ডা. জাকির তালুকদার।