গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৪, ৮:১৪:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। শনিবার সকালে লাক্কাতুড়াস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় শতাধিক চা-শ্রমিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাহাত রাব্বানীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্টা সালমা বাছিত, আঞ্চলিক ট্রেজারার ফেরদৌসী আরা কামাল, জেলা ট্রেজারার শামীম আক্তার নেভী, সদস্য রওশন আরা বেগম, শিল্পী রানী দেবী, সুমিত্র রানী দত্ত, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ওবায়েদ হোসেন, ইউসুফ আলী, শর্মিলা শর্মা প্রমূখ। বিজ্ঞপ্তি