শাহ আরেফিন টিলায় মোবাইল কোর্টের অভিযান
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৪, ৮:২২:৫২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের দায়ে উপজেলা ভূমি অফিস থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরদিন ফয়জুর রহমান নামের ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস শাহ আরেফিন টিলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পাথর উত্তোলন করে বাড়িতে রাখায় ৫টি বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে ভূমি অফিসের চেইনম্যান মোঃ এনায়েত হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন জালিয়ারপাড় গ্রামের আনই মিয়া, হুশিয়ার আলী, ফয়জুর রহমান, দেলোয়ার হোসেন, আলী হোসেন ও রবিন।