কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসায় হাদিসের ছবক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৫:৩২:৫৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসায় নবম শ্রেণির হাদিস শরীফের শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছবক প্রদান করেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ।মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ গৌছুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা এমরান মিয়া ও কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসার শিক্ষকবৃন্দ।