জামালগঞ্জ পৌরসভা বাস্তবায়নে আহবায়ক কমিটি
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৬:৪১:৫১ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের পশ্চাদপদ জামালগঞ্জ পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজকর্মী বাহাউদ্দীন তালুকদার।এতে উপস্থিত ব্যক্তিবর্গের পূর্ণ সমর্থনে প্রবাসী কমিউনিটি নেতা ও লন্ডন প্রবাসী সাংবাদিক মো: সাইফুল ইসলামকে আহবায়ক ও জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বাহাউদ্দীন তালুকদার, রাকেশ তালুকদার রিপন, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, রেজুয়ান আহমদ আলম, জামালগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ দাস ও সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম, ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, আখলাক।