দিশারীর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৬:৫২:৪৮ অপরাহ্ন
মদনমোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর বলেছেন, গোটা পৃথিবী আজ ভারাক্রান্ত। দেশে দেশে হানাহানি। জবরদখল আর সাম্রাজ্যবাদী মনোভাব গোটা পৃথিবীকে বিষিয়ে তুলেছে। এমতাবস্থায় সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।সিলেট নগরীর হাওয়া পাড়া দিশারী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও ইউকে দিশারীর সার্বিক সহযোগিতায় ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গত শুক্রবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় আর্ক হোমস টাওয়ারের খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারীর সভাপতি সাব্বির আহমদ মোশান্না এবং স্বাগত বক্তব্য রাখেন দিশারীর সাধারণ সম্পাদক নবীর হোসেন। দিশারী সমাজ কল্যাণ সংস্থার শিক্ষা ও সাহিত্য সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দিশারীর উপদেষ্টা মাস্টার সাঈদুর রহমান খান, মমতাজ হোসেন জলকদ, মোস্তাক হোসেন সাহান, আখতার হোসেন সুহেল।
অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুস ছামাদ আজাদ কয়েছ, অভিভাবকদের পক্ষে আলোচনায় অংশ নেন আসাদুজ্জামান সায়েম, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন নাজিফা এশা বখত, মাহমুদুর রহমান, ফাইজা বিনতে রফিক, উমামা তাসনিম, সাদাত মোহাম্মদ, ফাতেমা জান্নাত তান্নি প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি