শ্রমিক নেতা আক্তার হোসেনের ইন্তেকাল : শ্রমিক কল্যাণের শোক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৮:২৩:৩৮ অপরাহ্ন
সিলেট নগরীর সোবহানীঘাট সিএনজি স্ট্যান্ডের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আক্তার হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (২৯ জানুয়ারী) বেলা দেড়টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
শ্রমিক নেতা আক্তার হোসেন (৫০) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সহ সভাপতি ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেল, সহ সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, অর্থ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, প্রচার ও ট্রেড বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, অফিস সম্পাদক আব্দুল জলিল, মহানগর সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সোবহানীঘাট সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর কোতোয়ালি থানা পূর্ব সভাপতি আব্দুস সাত্তার মুন্না ও সাধারণ সম্পাদক হাসান আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি