মোসাদ সংশ্লিষ্ট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৮:৩১:৩০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অভিযানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনের মৃত্যুদ- কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সুপ্রিম কোর্ট তাদের আপিল প্রত্যাখ্যান করার পরে সোমবার তাদের মৃত্যুদ- কার্যকর করা হয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে অবৈধভাবে ইরানের ভূখ-ে প্রবেশ করার অভিযোগ আনা হয়েছিল। একই সঙ্গে অভিযুক্তরা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ইস্ফাহান-ভিত্তিক একটি কারখানায় বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিল বলেও জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানে দাবি, ২০২২ সালের গ্রীষ্মে ইসরায়েলের মোসাদের পক্ষে এই অপারেশনটি সংঘটিত হওয়ার কথা ছিল। তবে ইরানের গোয়েন্দাদের তৎপরতায় তা এড়ানো হয়েছিল।
প্রসঙ্গত, ইরান ও ইসরায়েল দীর্ঘদিনের শত্রু। ইসরায়েল ইরানকে তার বিরুদ্ধে জঙ্গি হামলায় মদদ দেওয়ার অভিযোগ এনেছে, অন্যদিকে ইরান বলেছে ইসরায়েল বেশ কিছু ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে। তবে ইসরায়েল এই ধরনের কর্মকা- নিশ্চিত বা অস্বীকার করে না।