গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৭:১৫:০৬ অপরাহ্ন
গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুনের সভাপতিত্বে ও শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য হুসাইন আহমদ, সাংবাদিক ইমরান আহমদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কান্তি দে, অভিভাবক সুলতান মাহমুদ শুভ, সহকারী শিক্ষিকা সুমাইয়া আক্তার সুমি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম নাবিদ ও শপথ বাক্য পাঠ করে মারিয়া আক্তার। বিজ্ঞপ্তি