হবিগঞ্জে একদিনে শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৮:৩৯:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে একদিনে দুই নারী ও এক শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এরমধ্যে আছিয়া খাতুন (৫০) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ ও ফুল জাহান বেগম (৬২) নামে অপর আরেক নারীর পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে আড়াই বছরের এক অজ্ঞাত শিশুর মরদেহ।
হবিগঞ্জ সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের পাশ্ববর্তী খেলার মাঠে আছিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ওসি বলেন, ভোর সকালে হয়তো ওই নারীকে খুন করা হয়। নারীর মরদেহের পাশে রক্ত ও তার গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নারী আছিয়া খাতুন চানপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর ছেলে আব্দুল মজিদকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে।
এদিকে, মঙ্গলবার দুপুরে জেলার লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে একটি পুকুর থেকে ফুল জাহান বেগম (৬২) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারী জিরুন্ডা গ্রামের মৃত আলী আহমদের স্ত্রী।লাখাই থানার (ওসি) আবুল খায়ের জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।অপরদিকে, বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের পশ্চিম ব্রীজের নিচ থেকে আড়াই বছরের অজ্ঞাত এক কন্যা শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।জানান যায়, এক কৃষক ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দোলোয়ার হোসাইন বলেন, শিশুটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।