বাড়বে তাপমাত্রা, বৃষ্টিরও আভাস
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৯:১৩:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, সোমবারের তুলনায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তবে মৌলভীবাজারসহ দেশের ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন এভাবে তাপমাত্রা বাড়তে থাকবে। এরপর আসছে বৃষ্টি। আগামী ৩ ফেব্রুয়ারির পর আবার নামতে পারে তাপমাত্রা।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তবে গতকাল সকাল সকাল ভূপৃষ্ঠে কুয়াশার পরিমাণ কমে গিয়ে উঁকি দিয়েছে সূর্য। হালকা রোদে স্বস্তি ফিরেছে জনমনে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, রংপুর বিভাগে এবং এর পাশাপাশি গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনীতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার থেকে এর বিস্তৃতি আরও কমে যাবে। রংপুর বিভাগের জেলার সংখ্যা আট। সেই অনুযায়ী দেশের ১২ জেলায় শৈত্যপ্রবাহ বইছে।তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়।
বৃষ্টির পূর্বাভাস : এর মধ্যে আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এ বৃষ্টি হতে পারে ১ ও ২ ফেব্রুয়ারি, বললেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তবে আজ বিকেলের দিকেও কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হবে বলে জানান তিনি। আর ১ ও ২ তারিখে মূলত দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে। এর প্রভাব মধ্যাঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারে।
চলতি মাসে দুই দফায় বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে দেশের দক্ষিণ জনপদে। যশোর ও চুয়াডাঙ্গায় বৃষ্টি রেকর্ড করা হয়েছিল ২০ ও ১৯ মিলিমিটার। আবুল কালাম মল্লিক বলেন, বৃষ্টির পর আবার তাপমাত্রা কমতে পারে।
কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।