বোল্ডার পাথর ও চুনাপাথরের এসেসমেন্ট রেইট পুনঃনির্ধারণ
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৪, ৬:৪১:৪৪ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আবেদনের প্রেক্ষিতে বোল্ডার পাথর ও চুনাপাথরের এসেসমেন্ট রেইট পুনঃনির্ধারণ করেছে কাস্টম্স কর্তৃপক্ষ।
গত ৪ জানুয়ারী দেশের অন্যান্য স্থলবন্দর ও শুল্ক স্টেশনের ন্যায় সিলেটের স্থলবন্দর ও শুল্ক স্টেশনসমূহ দিয়ে আমদানিকৃত বোল্ডার পাথরের এসেসমেন্ট ভ্যালু প্রতি মেট্রিক টন ১৩ মার্কিন ডলার ও চুনাপাথরের এসেসমেন্ট ভ্যালু প্রতি মেট্রিক টন ১৩.৫০ ডলার নির্ধারণ করে কাস্টম্স বিভাগের পক্ষ থেকে একটি আদেশ জারি করা হয়। কিন্তু সিলেটের শুল্ক স্টেশনসমূহ দিয়ে আমদানিকৃত পাথর ও চুনাপাথর সরাসরি খনি থেকে কাদা, বালিসহ আমদানি করা হয়, যার বিক্রয়মূল্য অনেক কম এবং সেগুলো শুধুমাত্র কন্সট্রাকশন কাজে ব্যবহৃত হয়। পক্ষান্তরে দেশের অন্যান্য শুল্ক স্টেশনসমূহ দিয়ে অপেক্ষাকৃত উন্নতমানের ও পরিষ্কারকৃত পাথর ও চুনাপাথর আমদানি করা হয়, যার বিক্রয়মূল্য তুলনামূলক বেশী এবং সেগুলো কন্সট্রাকশনের পাশাপাশি সৌন্দর্য্যবর্ধনের কাজেও ব্যবহৃত হয়। তাই সরাসরি খনি থেকে আমদানিকৃত পাথর, চুনাপাথর ও প্রসেস্ড পাথর, চুনাপাথরের এসেসমেন্ট ভ্যালু সমান হলে তা সিলেটের আমদানিকারকদের জন্য আর্থিক ক্ষতির কারণ হবে এবং দেশের অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতায় তারা টিকতে পারবেন না। বিষয়টি অনুধাবন করে ও আমদানিকারকদের অনুরোধে সিলেটের স্থলবন্দর ও শুল্ক স্টেশনসমূহ দিয়ে আমদানিকৃত পাথর ও চুনাপাথরের এসেসমেন্ট ভ্যালু বৃদ্ধি না করার জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে গত ২৪ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি) বরাবরে একটি পত্র প্রেরণ করা হয়।
উক্ত পত্রের প্রেক্ষিতে ও সিলেট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের প্রচেষ্টায় কাস্টম্স বিভাগের গত ৩০ জানুয়ারী তারিখের আদেশমূলে বোল্ডার পাথরের এসেসমেন্ট ভ্যালু প্রতি মেট্রিক টন ১৩ মার্কিন ডলার ও চুনাপাথরের এসেসমেন্ট ভ্যালু প্রতি মেট্রিক টন ১২.৭৫ ডলার নির্ধারণ করেন। সিলেটের আমদানিকারকদের সুবিধার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করায় জাতীয় রাজস্ব বোর্ড, এফবিসিসিআই এবং কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-কে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি