নগরীর আম্বরখানা থেকে বিএনপি নেতা ও তার পুত্রকে অপহরণ
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৫:৩০:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আম্বরখানা থেকে পিতা-পুত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ১০টার দিকে আম্বরখানাস্থ নূরে আলা কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহরনকৃত আলাউদ্দীন আহমদ মুক্তা সিলেট নগরীর চাশনীপীর রোডের গোয়াইপাড়া আবাসিক এলাকার মল্লিকা-২১/বি নং বাসার মুবশ্বির আলীর পুত্র। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এসময় তার সাথে থাকা পুত্র মুনকাছির তাহমিন জারিফকেও অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুনকাছির তাহমিন জারিফ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের ৫ নং ওয়ার্ডের সভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে আম্বরখানাস্থ নূরে আলা কমিউনিটি সেন্টারের সামন থেকে জঙ্গি টাইপের ৫/৬ জন দুর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে শাহী ঈদগাহর দিকে নিয়ে যায়।
বিএনপি নেতার পরিবার থেকে জানানো হয়, তারা রাত ৮টার দিকে তারা বাসা থেকে বের নূরে আলা কমিউনিটি সেন্টারে বিএনপির দলীয় বৈঠকে অংশগ্রহণ করেন। সাড়ে ৯টার দিকে বৈঠক শেষ হলে নেতাকর্মীরা নিজ নিজ বাসায় চলে যান। কিন্তু রাত ১১টার পর্যন্ত তারা বাসায় না ফিরলে তাদের সাথে থাকা মোবাইল ফোনে কল দেয়া হয়। তখন তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে সম্ভাব্য স্থানসমূহে খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি। পরিবারের লোকজন অভিযোগ করেন, জাতীয় সংসদের নির্বাচনের আগের রাতে বিএনপি নেতা আলাউদ্দীন আহমদ মুক্তা ও তার পুত্র ছাত্রদল নেতা মুনকাছির তাহমিন জারিফকে অপহরনের পেছনে সরকারের হাত রয়েছে। গত কয়েকদিন ধরে মৌলবাদ জঙ্গীরা অপরিচিত নাম্বার থেকে মোবাইলে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল আলাউদ্দীন আহমদ মুক্তাকে। ক্ষমতাসীন আওয়ামীলীগের সহযোগিতায় মৌলবাদরা পরিকল্পিতভাবে পিতা-পুত্রকে অপহরণ করেছে বলে অভিযোগ করেন তারা। পুলিশকে মৌখিকভাবে বিষয়টি অবগত করলেও তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই মামলা দায়েরের দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তারা।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নির্বাচনী কাজে প্রশাসন ব্যস্ত রয়েছে। বিএনপি নেতা ও তার পুত্র অপহরণের বিষয়ে তারা কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।